Tuesday 16 April 2013

Notun kichu jana: +++টাচস্ক্রিন এবার কাগজে+++ঢাকা: স্পর্শ সুবিধার ক...

Notun kichu jana: +++টাচস্ক্রিন এবার কাগজে+++
ঢাকা: স্পর্শ সুবিধার ক...
: +++টাচস্ক্রিন এবার কাগজে+++ ঢাকা: স্পর্শ সুবিধার কারণে স্মার্টফোন এবংট্যাবলেট পিসির কদর বাড়ছে দিন দিন। এবার এই সুবিধাকে আরো একধাপ এগিয়ে...
+++টাচস্ক্রিন এবার কাগজে+++

ঢাকা: স্পর্শ সুবিধার কারণে স্মার্টফোন এবংট্যাবলেট পিসির কদর বাড়ছে দিন দিন। এবার এই সুবিধাকে আরো একধাপ এগিয়ে নিতে গবেষণা করছেজাপানি প্রযুক্তিপণ্য নির্মাতা ফুজিৎসু। উদ্ভাবন করেছে টাচস্ক্রিন হিসেবে কাগজ ব্যবহারের অভিনব প্রযুক্তি। ফুজিৎসুর এই নতুন প্রযুক্তি যেকোনো অসমতল পৃষ্ঠেও কাজ করবে।
ফুজিৎসুর মিডিয়া সার্ভিস সিস্টেম ল্যাবের গবেষক টাইচি মুরাসি’র বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে প্রযুক্তি সংবাদ বিষয়ক সাইট ম্যাশএবল।
ডিগইনফো’র তথ্য অনুযায়ী, প্রযুক্তিটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে ফুজিৎসু’র কর্মকর্তারা জানিয়েছেন, ২০১৪ সাল নাগাদ এই প্রযুক্তি বাণিজ্যিকভাবে বাজারজাত করা সম্ভব হবে বলে।
টাইচি মুরাসি জানিয়েছেন, উদ্ভাবিত কাগুজে টাচস্ক্রিন প্রযুক্তিতে আলাদাভাবে তৈরি কোনো হার্ডওয়্যার ব্যবহার করা হয়নি। এতে সাধারণ ওয়েবক্যাম আর সহজলভ্য প্রজেক্টর ব্যবহার করা হয়েছে।
তিনি আরও জানান, এর ইমেজ প্রসেসিং প্রযুক্তি কাগজ থেকে শুরু করে সমতল এবং অসমতল যে কোনো পৃষ্ঠ টাচস্ক্রিন হিসেবে ব্যবহারের ক্ষমতা দেয়। পাশাপাশি সাধারণ টাচস্ক্রিনের মতো প্রজেক্টরের মাধ্যমে কাগজের ওপর প্রতিফলিত ছবি হাত. Jasim
এই আমি প্রথম লিখলাম.........তাই সবাইকে ধন্যবাদ...........